চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।
পাশা বলেন, এক্সেস রোড এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। সেখানে ইস্টার্ন ব্যাংকের একটি শাখা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে আগুন সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।