প্রচ্ছদ ›› জাতীয়

চট্টগ্রামে হেলে পড়ল ৪ তলা ভবন

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৩ ১৭:৫৭:৫১ | আপডেট: ২ years আগে
চট্টগ্রামে হেলে পড়ল ৪ তলা ভবন

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি চার তলা পুরাতন ভবন হেলে পড়েছে। ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কায় সেখানে থাকা লোকজনদের সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭ টায় ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বাপ্পী আহমেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ভবন হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভবনটির মালিক মোহাম্মদ বাপ্পি বিজনেস পোস্টকে বলেন, আমার ভবনটি নগরীর ষোলশহর চশমা খালের পাশে অবস্থিত। বেশ কিছু দিন ধরে এই খালে জলাবদ্ধতার নিরশন প্রকল্পের কাজ চলছিল। ভবনের কিছু অংশ খালের মধ্যে পড়ে ছিল। তাই প্রকল্পের চাহিদা অনুযায়ী এর আগে ভবনটির খাল পাশের অংশে ২১ ফুট ৮ ইঞ্চি আমি নিজেই ভেঙ্গে দিয়েছিলাম। বাকি অংশে আট পরিবার (ভাড়া) বসবাস করতো। কিন্তু খালের পাশে রিটেইনিং ওয়াল তুলার জন্য প্রকল্পের লোকজন ভবনের পাশে ৩০ ফুট গভীর করে বালি/মাটি উত্তলন করে। এতে আজ সকাল সাতে সাতটার দিকে ভবনটি খালের দিকে হেলে পড়ে। ভবনটির আর্থিক মূল প্রায় ৮০-৯০ লাখ টাকা। যেহেতু আমার ভবন ক্ষতি হয়েছে তাই চট্টগ্রাম উন্নয়ন কর্তিৃপক্ষের সিডিএ) কাছে আমি ক্ষতি পূরণ দাবি করছি। তবে এখন পর্যন্ত সিডিএ বা সেনাবাহির পক্ষ থেকে কেউ আসেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দীন বলেন, ভবন হেলে পড়ায় ঘটনাস্থলে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের একটি গাড়ি পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে।