প্রচ্ছদ ›› জাতীয়

চট্টগ্রামের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৫:১৬ | আপডেট: ২ years আগে
চট্টগ্রামের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রতীকী ছবি

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক আবদুল হামিদG

তিনি বলেন, ‘রাত ১২টা ১৫ মিনিটে পাহাড়তলী কাঁচা বাজারে আগুন লাগার ঘটনাটি ঘটে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার প্রাথমিক কারণ এখনই বলা যাচ্ছে না।’

এদিকে রাত পৌনে ২টার দিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।