প্রচ্ছদ ›› জাতীয়

চরফ্যাশনে অগ্নিকাণ্ড: ২৬ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
০৪ আগস্ট ২০২২ ১৫:৫৩:২১ | আপডেট: ৩ years আগে
চরফ্যাশনে অগ্নিকাণ্ড: ২৬ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জনতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধ্য রাতের দিকে জনতা বাজারের একটি চায়ের দোকানের ওপরে থাকা বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই বাজারের মুদি, ওষুধ, চায়ের দোকানসহ বিভিন্ন প্রকারের ছোট-বড় ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চরফ্যাশন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে দুই ঘন্টা সময় লেগেছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীরা এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।