প্রচ্ছদ ›› জাতীয়

চলতি মাসে ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২২ ১৪:৩৬:৪৪ | আপডেট: ২ years আগে
চলতি মাসে ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি মাসের শেষ নাগাদ সারাদেশে একযোগে ১০০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গণভবনে সাংবাদিকদের সেতুমন্ত্রী বলেন, ‘এটা দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার।’

এদিকে সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি নদীর উপর নির্মিত দৃষ্টি-নন্দন ছয় লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর উপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে, যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত। এটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে।