প্রচ্ছদ ›› জাতীয়

চা শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২২ ১৯:৪৬:২১ | আপডেট: ৩ years আগে
চা শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামী রোববার থেকে চা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি।

শনিবার গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে নির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস।

চা শ্রমিকদের বাসস্থান, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা আনুপাতিক হারে বাড়ানো হবে বলেও জানান তিনি।

ড. আহমেদ কায়কাউস বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব সুবিধা মিলিয়ে দৈনিক মজুরি হবে ৪০০ থেকে ৫০০ টাকা।

এর আগে গত ৯ আগস্ট থেকে দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা বাগানের দেড় লাখের বেশি শ্রমিক।