চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং থেকে সিভিল এভিয়েশনের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আটকের সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আটক মো. ইসমাইল হাটহাজারী মিরের হাট এলাকার বাসিন্দা। তিনি সিভিল এভিয়েশনে ট্রলিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, ট্রলিতে ব্যাগ বোঝাই করে গাড়ির পার্কিংয়ে আসার পর নিরাপত্তা কর্মীরা তাকে আটকায়। এ সময় ওই ট্রলিম্যানকে চ্যালেঞ্জ করা হলে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।
যার আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা। তাকে আটক করা হয়েছে।