প্রচ্ছদ ›› জাতীয়

চালকের আসনে ১৩ বছরের কিশোর, দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২২ ১৩:১৯:১০ | আপডেট: ২ years আগে
চালকের আসনে ১৩ বছরের কিশোর, দুর্ঘটনায় মৃত্যু
ইউএনবি ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর মাইক্রোবাস চালক নিহত হয়েছে।

নিহত কিশোর রিয়াদ হোসেন (১৩) ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের পিকআপ চালক ইউনুছ বিশ্বাসের ছেলে। বুধবার সকাল ৮টার দিকে ওই ইউনিয়নের নতুনপাড়া মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে কিশোর রিয়াদ কার্পাসডাঙ্গা থেকে মাইক্রোবাস চালিয়ে দর্শনার দিকে ঘুরতে যাচ্ছিলে। এ সময় দ্রুতগতিতে যাওয়া মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কার্পাসডাঙ্গা নতুনপাড়া মোড় নামক স্থানে রাস্তার পাশের একটি বট গাছের সঙ্গে ধাক্কা খায়।

এসময় গাড়ির ইঞ্জিন ও বডি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে ভেতরে থাকা চালক রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, মাইক্রোবাসটি দ্রুত গতিতে চালানোর কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই কিশোর চালক মারা যায়।