প্রচ্ছদ ›› জাতীয়

চিরিরবন্দরে বাসের ধাক্কায় ভ্যানের ৪ জন নিহত

টিবিপি ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৮:১০ | আপডেট: ৩ মাস আগে
চিরিরবন্দরে বাসের ধাক্কায় ভ্যানের ৪ জন নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের চালকসহ ৪ জন নিহত হন।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা না গেলেও নিহতদের মধ্যে ভ্যান চালক, স্থানীয় এক ব্যক্তি ও মধু বিক্রি করতে যাওয়া চাকমা সম্প্রদায়ের দু’জন রয়েছেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে রানিরবন্দর বাজার এলাকার পাকেরহাট রোডে দাঁড়িয়ে থাকা ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।

বিআরটিসি বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

চম্পাতলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক রহমান জানান, ময়নাতদন্ত ছাড়াই চালক ও স্থানীয় ব্যক্তির লাশ অনুরোধে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দু’জনের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।