চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জসিম উদ্দিন। রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পেশাদার কূটনীতিক জসিম উদ্দিন ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি মাল্টা, আলবেনিয়া এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
কূটনৈতিক জীবনে জসিম উদ্দিন বিভিন্ন দেশে যেমন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।