নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বোমা হামলার হুমকি পাওয়ার পর অমর একুশে বইমেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বাংলা একাডেমি ও বইমেলা প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ বলেছেন, ‘বইমেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লেখক-পাঠকদের শঙ্কার কোনো কারণ নেই। লেখক ও পাঠকরা নির্ভয়ে মেলায় আসতে পারেন।’
সবাইকে নির্ভয়ে মেলায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট নিরাপত্তা জোরদারে কাজ করছে।
এর আগে হুমকির ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে রাজধানী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় আনসার মাওলানা সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি বাংলা একাডেমির মহাপরিচালকের হাতে আসে। চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।