প্রচ্ছদ ›› জাতীয়

জনগণের অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করুন: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৩ ১৮:১৪:৩৩ | আপডেট: ২ years আগে
জনগণের অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করুন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় করা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন উপস্থাপনকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

সাহাবুদ্দিন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম।

এছাড়া অডিট আপত্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সিএজি রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও অ্যাকাউন্টিং রিপোর্ট জমা দেন।

রাষ্ট্রপতির দপ্তর সম্পাদক সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।