প্রচ্ছদ ›› জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৮০ মিলিয়ন ডলারের দু’টি প্রকল্প পেল পিকেএসএফ

টিবিপি ডেস্ক
১৩ জুলাই ২০২৩ ১৬:০১:৫৫ | আপডেট: ১ year আগে
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৮০ মিলিয়ন ডলারের দু’টি প্রকল্প পেল পিকেএসএফ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশে দু’টি নতুন প্রকল্প বাস্তবায়নে পিকেএসএফ-এর প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।

প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সম্বলিত ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ প্রকল্পটি উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জন্য অভিঘাত সহনশীল আবাসন নির্মাণে সহায়তা প্রদান এবং প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার তহবিলের ‘Extended Community Climate Change Project-Drought (ECCCP-Drought)’ প্রকল্পটি খরাপ্রবণ অঞ্চলের মানুষের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।

১৩ জুলাই দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত জিসিএফ-এর ৩৬তম পর্ষদ সভায় প্রকল্প দু’টির অনুমোদন দেয়া হয়। জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ-এর আওতায় জিসিএফ গঠিত হয় এবং পিকেএসএফ বাংলাদেশে জিসিএফ-এর ‘Direct Access Entity (DAE)’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান।

উপকূলীয় সাত জেলার প্রায় চার লাখ মানুষের সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধিতে পাঁচ বছর মেয়াদী (আরএইচএল) প্রকল্প জলবায়ু-সহিষ্ণু আবাসন নির্মাণ, লবণাক্ততা-সহিষ্ণু জীবিকায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

অন্যদিকে, ECCCP-Drought প্রকল্পের আওতায় উত্তর-পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ তিন জেলার দুই লক্ষেরও বেশি মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, পুকুর ও খাল পুনর্খনন, খরাসহিষ্ণু শস্যবিন্যাস অনুসরণ ও উপযুক্ত শস্যের জাত বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে, জিসিএফ-এর অর্থায়নে বাংলাদেশে দু’টি প্রকল্প বাস্তবায়ন করে পিকেএসএফ।