প্রচ্ছদ ›› জাতীয়

জামালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৩ ২০:১০:৫৬ | আপডেট: ২ years আগে
জামালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনাটি ঘটে।

সে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ এলাকার ফুলু মিয়ার স্ত্রী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের ।

স্থানীয়রা জানিয়েছেন, আজ বিকেলে আগারি ব্রিজ সংলগ্ন যমুনার নদীর শাখা নদীতে গোসল করতে নামেন মোর্শেদা বেগম। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, বজ্রপাতে মোর্শেদা বেগমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।