ঋণ খেলাপির দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা।
রোববার জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয়।
রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমের অন্যান্য তথ্য সঠিক রয়েছে। তবে তার ব্যাংকের একটি স্টেটমেন্ট সমস্যার কারণে মনোনয়ন বাতিল হয়েছে। তবে তার আপিল করার সুযোগ রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে মা জায়েদা খাতুনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম। পরে তার উপস্থিতিতে তার পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন তার সঙ্গে আসা নেতাকর্মীরা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৩ জন। জমা দিয়েছেন ১২ জন। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।
নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বাছাই ৩০ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২৫ মে এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।