প্রচ্ছদ ›› জাতীয়

জিএইচএআই মিডিয়া অ্যাওয়ার্ড-এর চ্যাম্পিয়ন বিজনেস পোস্টে’র আপ্পি

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৩ ১৭:২৭:৪১ | আপডেট: ২ years আগে
জিএইচএআই মিডিয়া অ্যাওয়ার্ড-এর চ্যাম্পিয়ন বিজনেস পোস্টে’র আপ্পি

যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) মিডিয়া অ্যাওয়ার্ড-এর চ্যাম্পিয়ন রিপোর্টার হয়েছেন দ্য বিজনেস পোস্টে’র হেড অব বাংলা অ্যান্ড মাল্টিমিডিয়া আফরিন আপ্পি। জিএইচআইয়ের সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘নসরুল হামিদ মিলনায়তনে’ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মাননা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান ও জিএইচএআই বাংলাদেশের কান্ট্রি কমিউনিকেশন ম্যানেজার সারওয়ার ই আলম প্রমুখ।

বাংলাদেশে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ক গণমাধ্যমে গভীরতাধর্মী সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট মিডিয়া, টেলিভিশন ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে মোট ১৩ জন সাংবাদিককে এই পুরস্কার প্রদান করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থা।

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- প্রথম আলোর পার্থ শঙ্কর সাহা, ডেইলি স্টারের নীলিমা জাহান, সমকালের জাহিদুর রহমান, জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী, চ্যানেল ২৪ টিভির জিনিয়া কবির সূচনা, চ্যানেল আইয়ের আরেফীন তানজীব, জাগো নিউজের মাসুদ রানাসহ মোট ১৩ জন পুরস্কার পেয়েছেন।