প্রচ্ছদ ›› জাতীয়

জুনে ৫৫৯ দুর্ঘটনায় নিহত ৫১৬ জন

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৩ ১৩:৪৯:১৭ | আপডেট: ২ years আগে
জুনে ৫৫৯ দুর্ঘটনায় নিহত ৫১৬ জন

গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫৯টি। এতে নিহত হয়েছে ৫১৬ জন এবং আহত হয়েছে ৮১২ জন। নিহতের মধ্যে নারী ৭৮ জন শিশু ১১৪ জন।

২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৬৯ জন, যা মোট নিহতের ৩২.৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭.০৩ শতাংশ। দুর্ঘটনায় ৯৯ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ১৯.১৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৬ জন, অর্থাৎ ১৪.৭২ শতাংশ।

এই সময়ে ১২টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৭ জন নিখোঁজ রয়েছেন। এই সাথে ৩৮টি কুরবানীর গরুর মৃত্যু হয়েছে। ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।