প্রচ্ছদ ›› জাতীয়

জুনের শেষে পদ্মাসেতু উদ্বোধন: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২২ ১৭:২৭:৩৯ | আপডেট: ১ year আগে
জুনের শেষে পদ্মাসেতু উদ্বোধন: মন্ত্রিপরিষদ সচিব
সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, চলতি বছর জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুর উদ্বোধন হবে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর নামকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি। আশা করি- এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন।

জুনের শেষ সপ্তাহের আগে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও জানান, সেতু কর্তৃপক্ষ আবেদনের তারিখ চেয়ে সারসংক্ষেপ পাঠাবে, সে অনুযায়ী তারিখ ঠিক হবে।

পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি জানিয়ে তিনি বলেন, যদি টোল বেশি মনে হয়, তাহলে পরবর্তীতে সেটি বিবেচনা করবে সরকার। তবে, টাকাটা ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই উঠে যাবে।

মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের মন্ত্রিসভায় দ্রব্যমূল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ২-৩ দিনের মধ্যে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়কে সমন্বয় করে পরামর্শ দিতে বলা হয়েছে।

ব্যক্তি মালিকানায় কোথাও হাট-বাজার স্থাপন করা হলে তা সরকার অধিগ্রহণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এছাড়াও খসড়া আইন অনুযায়ী কেউ সরকারি খাস জমিতে হাট-বাজার স্থাপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।