প্রচ্ছদ ›› জাতীয়

জ্বলছে বিআইডব্লিউটিএ’র গুদাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২১:১১ | আপডেট: ১০ মাস আগে
জ্বলছে বিআইডব্লিউটিএ’র গুদাম

নারায়ণগঞ্জের খানপুরের বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুন লেগেছে। আজ দুপুর সোয়া ১টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ফখরুদ্দিন জানান, বিআইডব্লিউটিএ গুদামের খোলা মাঠে নদীর মাটি খনন করার ড্রেজারের প্লাস্টিকের পাইপসহ অন্য সরঞ্জামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। দুপুর সোয়া ১টায় আগুন লাগলেও বিকেল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।