প্রচ্ছদ ›› জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৩ ১৭:৫৯:৩৪ | আপডেট: ২ years আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কৈয়ারগাছি ও শৈলকুপা উপজেলার মুড়টোলায় এ দুর্ঘটনা দুটি ঘটেছে।

নিহতরা হলেন-রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২২), মিতুল হোসেনের ছেলে রাকিব হোসেন রকি (২১) এবং সোহরাব বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৩৫)

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সকালে শাকিল ও রাকিব মোটরসাইকেলে করে ঝিনাইদহ সদরে যাচ্ছিলেন। ঝিনাইদহ-যশোর মহাসড়কের কৈয়ারগাছি নামক স্থানে ইটবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী তুষার বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।