প্রচ্ছদ ›› জাতীয়

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৩৬:০৫ | আপডেট: ২ years আগে
টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে সঙ্গে থাকা অপর লাইনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মধুমিতা এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ খান জানান, বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগি মধুমিতা এলাকায় লাইনচ্যুত হয়।

খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।