কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও আর্মড পুলিশ ও রোহিঙ্গাদের এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে লেদা নুরালী পাড়া ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ওই রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নবী হোসেন বলেন, ‘হঠাৎ করে ক্যাম্পে আগুন জ্বলে ওঠে। এতে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।’
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।
তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০টির মতো ঘরবাড়ি পুড়ে গেছে। এতে অন্তত শতাধিক রোহিঙ্গা ঘর হারিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, সেটি খতিয়ে দেখছি আমরা।