প্রচ্ছদ ›› জাতীয়

টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস জব্দ

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২২ ১৮:৫৩:১৬ | আপডেট: ৩ years আগে
টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস জব্দ

কক্সবাজারের টেকনাফ থেকে আড়াই কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার ভোরে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভয়ংকর এই মাদকের আনুমানিক বাজার মূল্য সাড়ে ১২ কোটি টাকা।

জানা গেছে, দরগারছড়া এলাকার সাগরপাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে যেতে দেখেন কোস্টগার্ড সদস্যরা। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামতে বলা হয়।

কিন্তু তিনি না থেমে হাতে থাকা ব্যাগটি ঝাউবনে ফেলে দৌঁড়ে পালিয়ে যান। পরে ব্যাগ তল্লাশি করে আইস পাওয়া যায়।

জব্দকৃত আইস থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।