প্রচ্ছদ ›› জাতীয়

টেকনাফে ১২ কোটি টাকা মূল্যের মাদক জব্দ

০৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৪:৩১ | আপডেট: ২ years আগে
টেকনাফে ১২ কোটি টাকা মূল্যের মাদক জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে প্রায় ১২ কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধারের দাবি করেছে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল শনিবার ভোরে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার বলেন, ‘ভোর ৩টার দিকে নাফ নদীর তীরে ভিড়ানো একটি নৌকা থেকে ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুই দশমিক ১৪ কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি প্লাস্টিক ব্যাগ জব্দ করে দলটি।’

তিনি আরও বলেন, ওই স্থানে অন্য কোনো অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শনাক্তের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।