বঙ্গোপসাগরের কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে ফিশিং ট্রলারডুবিতে নিখোঁজ ১৯ জেলের মধ্যে আট জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১১ জনকে উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জনিয়েছে কোস্টগার্ড।
শুক্রবার দুপুর ১টার দিকে সাগর থেকে ফেরার পথে উত্তাল ঢেউয়ের মুখে পড়ে খুরুশকুলের জাকির হোসেনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলাটি ১৯ জন জেলে নিয়ে ডুবে যায়।
কোস্টগার্ড জানান, বোট ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতায় নামে কোস্টগার্ড। এ সময় আট জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জানে আলম পুতু জানান, আবহাওয়া খারাপ হলে ফিশিং ট্রলারগুলো কূলে ফিরে আসা শুরু করে। শুক্রবারও ফিরে আসার পথে কয়েকটি বোট দুঘর্টনার শিকার হয়।
আজমির ফিশিংয়ের মালিক মো.শওকত ওসমান ফারুক বলেন, ভরা মৌসুমে আবহাওয়া খারাপ থাকায় মৎস্য ব্যবসায়ীদের মাঝে হতাশা বিরাজ করছে। তার মধ্যে তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দুঃশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।