প্রচ্ছদ ›› জাতীয়

ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীসহ ৫ জনের, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৩ ১২:০৬:৩২ | আপডেট: ২ years আগে
ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীসহ ৫ জনের, আহত ৩
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

ঘন কুয়াশায় হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় মাইক্রোবাসে আরোহী প্রবাসীসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার শাহপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), তার স্ত্রী সাফিয়া বেগম (২০), তাদের শিশুকন্যা হাবিবা আক্তার (২), সালামের ভাতিজা সিহাব মিয়া (১২) ও একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাসচালক সাতির আলী (৩৫)।

আহতরা হলেন- মাদানগর গ্রামের মো. নুরুল হক (৫১), একই গ্রামের আব্দুল হকের ছেলে রাজু আহমদ (২৬), ও মো আঞ্জব আলী (৬০)। তাদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও পড়ুন-  দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল বন্ধ, পদ্মায় আটকা ৩ ফেরি

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।