প্রচ্ছদ ›› জাতীয়

ট্রাকের ধাক্কায় নছিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০২২ ১২:০১:১১ | আপডেট: ৩ years আগে
ট্রাকের ধাক্কায় নছিমন চালক নিহত
সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমন চালক নিহত এবং দুজন আহত হন। এই সময় নছিমনে থাকা পাঁচটি গরু মারা যায়।

নিহত নছিমন চালক ফজর আলী শেখ (২৫) উপজেলার বারাশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন- চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের গরু ব্যাপারী আব্দুল হক সরদার (৬০) এবং তার ছেলে শাহাদাৎ সরদার (২৪)।

শুক্রবার সকালে বাগেরহাট-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আলীমুজ্জামান জানান, শক্রবার সকালে বাবা-ছেলে চিতলমারী থেকে ওই নছিমনে গরু নিয়ে বিক্রির জন্যফকিরহাটের বেতাগা পশুর হাটে যাচ্ছিল। পথে নছিমনটি পাগলা-শ্যামনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গরুবোঝাই নছিমনটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলে নছিমনের চালক ও পাঁচটি গরু মারা যায়। দুর্ঘটনায় আহত বাবা-ছেলেকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।