প্রচ্ছদ ›› জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২২ ১১:৪৩:৪২ | আপডেট: ৩ years আগে
ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ফারুক ইসলাম (৪২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ফারুক ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুণভরী গ্রামের বাসিন্দা। নিহত পুলিশ সদস্য ঘোড়াঘাট থানায় ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রাত্রীকালিন ডিউটি করছিলেন একদল পুলিশ সদস্য। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা দেয় তাকে। এতে মহাসড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত পুলিশ ফারুক ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপার ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। পরে চালক ও হেলপারের নামে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।