প্রচ্ছদ ›› জাতীয়

‘ট্রেনের ২০ গজ সামনে বড় গাছ ভেঙে পড়ে’

নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৩ ১৪:০৭:৩৮ | আপডেট: ২ years আগে
‘ট্রেনের ২০ গজ সামনে বড় গাছ ভেঙে পড়ে’

লাউয়াছড়ার ভেতরে ট্রেন খুবই ধীরে চলছিল। এজন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনের চালক আবুল কাশেম।

তিনি বলেন, ‘লাউয়াছড়ার ভেতরে ট্রেন খুবই ধীরে চলছিল। হঠাৎ করে ট্রেনের ২০ গজ সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে। আমি দ্রুত ইমার্জেন্সি ব্রেক চাপি। পরে ট্রেন গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থামে। ধীরে ধীরে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এজন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে।’

শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়লে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এাতে ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী পরিদর্শক সাব্বির বলেন, ‘ফায়ার সার্ভিস, রেলপুলিশ ও জেলা পুলিশ-সবাই মিলে ট্রেনের যাত্রীদের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের করে পাশের সড়কে নিয়ে অন্য গাড়িতে তুলে দেয়। সবার নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শমশেরনগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব বলেন, ‘ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের এই স্টেশনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।’