রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টম তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকালে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ৭টা ৮ মিনিটে ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।