মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার এ অভিযানে অংশ নিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় ওয়ার্ডের জাপান গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে সেখানকার ভবনগুলোর বেজমেন্টে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘জাপান গার্ডেন সিটিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এজন্য ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এ ক্ষেত্রে অনাদায়ে ৬ (ছয়) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানান তিনি।
পরে জরিমানার টাকা দিতে না পারায় জাপান গার্ডেন সিটির মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এসময় উপস্থিত সাংবাদিকদের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জাপান গার্ডেন সিটি এখন ডেঙ্গু গার্ডেন সিটিতে পরিণত হয়েছে। অভিযান চলছে, চলবে।’
ডিএনসিসির শুরু হওয়া মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চলছে। প্রতিটি ওয়ার্ডে একযোগে শুরু হওয়া অভিযান পরিদর্শন করছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করবেন। আজ শনিবার অভিযান শুরু হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ড থেকে।
এর আগে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা গণমাধ্যমকে জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সচেতনতা বাড়াতে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে ডিএনসিসির মেয়রের নির্দেশে শনিবার থেকে মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করে মশার উৎসস্থল ধ্বংস করা হবে। এডিসের লার্ভা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।