প্রচ্ছদ ›› জাতীয়

ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ

কক্সবাজার প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৮:৩৫ | আপডেট: ১ year আগে
ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ

চলতি বছরের ডিসেম্বর থেকে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। তিনি জানান, ইতোমধ্যে এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখ্য সচিব।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, সরকার মহেশখালীর মাতারবাড়ীকে কেন্দ্র করে মহেশখালীতে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এসপিএম প্রকল্প ধলঘাটা অর্থনৈতিক অঞ্চল। মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিটের মধ্যে ৬০০ মেগাওয়াটের একটি ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামী ডিসেম্বর থেকে এই ইউনিটে উৎপাদিত পুরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৬০ দিনের কয়লা মজুদ রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাজও চলমান রয়েছে। এখন থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজ তদারকি করবে।

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি নৌযানে মাতারবাড়ীর নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরের জেটিতে পৌঁছান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সেখান থেকে নির্মাণাধীন বন্দর এলাকায় গিয়ে সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খবর নেন। এ ছাড়া তিনি মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প পরিদর্শন করেন।