প্রচ্ছদ ›› জাতীয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩২

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২২ ১৮:৩০:০৫ | আপডেট: ৩ years আগে
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩২
(ফাইল ছবি)

দেশে গত ২৪ ঘণ্টায় এডিশ মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ১৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের।

ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১৩৬ জন ভর্তি আছেন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১৩ জন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৩১৬ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে চিকিৎসা শেষে এক হাজার ১৬৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।