প্রচ্ছদ ›› জাতীয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৬

নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২২ ১৬:৫৮:৫৪ | আপডেট: ৩ years আগে
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৬
সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬ রোগী। এছাড়াও সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৪৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ৩১ জন ঢাকা বিভাগের এবং বাকি পাঁচজন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১২৫ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন ১৯ জন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ২৩৮ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।