প্রচ্ছদ ›› জাতীয়

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, শনাক্ত ৯২৩

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২২ ১৭:৫০:১৪ | আপডেট: ২ years আগে
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, শনাক্ত ৯২৩

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও দুইজনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯২৩ জন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১২০ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৫২০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৪০৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৩৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ঢাকায় দুই হাজার ২০৭ জন এবং এক হাজার ১৭৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৩ হাজার ৯২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৬০২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩২১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৩০ হাজার ৪২৩ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদের মধ্যে ২১ হাজার ৩২৪ জন ঢাকার এবং বাকি ৯ হাজার ৯৯ জন ঢাকার বাইরের বাসিন্দা।