জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) রেসিডেন্ট ডা. আসাদ শিকদার ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়রুল আনাম বলেন, ‘বেশ কয়েকদিন ধরে আসাদ শিকদার অসুস্থ ছিলেন। পরে তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থা সংকটাপন্ন হলে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিলেও আর ফিরে আসেননি তিনি। সন্ধ্যা ৬টার দিকে মারা যান।’
তিনি আরও বলেন, ‘গত মাসেও ডেঙ্গুতে আমাদের এক নার্সের মৃত্যু হয়েছে। আরও ৫-৬ জন চিকিৎসকসহ বেশ কিছু কর্মচারী এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত। তাদের নিয়ে শঙ্কা কাজ করছে।’