প্রচ্ছদ ›› জাতীয়

ডেপুটি স্পিকারের মরদেহ দেশে পৌঁছাবে সোমবার

টিবিপি ডেস্ক
২৩ জুলাই ২০২২ ১৩:১৪:০৫ | আপডেট: ৩ years আগে
ডেপুটি স্পিকারের মরদেহ দেশে পৌঁছাবে সোমবার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ আগামী সোমবার দেশে পৌঁছাবে।

শনিবার সকালে তার ছোট ভাই ফরহাদ রাব্বী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল রোববার রাত ১১টায় যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইট মরদেহ নিয়ে রওনা দেবে। সোমবার (২৫ জুলাই) সকাল পৌনে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর জাতীয় সংসদ ভবনের প্লাজায় জানাজা শেষে মরদেহ বাড়িতে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, মরদেহ বাংলাদেশে আনার পর প্রথম জানাজা হওয়ার কথা জাতীয় সংসদে। কিন্তু কখন এই জানাজা অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি।