প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২৪ ১৬:৩৬:১৩ | আপডেট: ৪ মাস আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সোমবার (৮ জানুয়ারি) যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন।

নিহত মিলন (৫০) গাড়ির চালক ও মালিক। এ ঘটনায় গাড়ির এক যাত্রী আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এক্সপ্রেসওয়ের পূর্ব নাখালপাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, তেজগাঁওগামী প্রাইভেটকারের একটি টায়ার পাংচার হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ‘প্রতিবন্ধকের’ সঙ্গে ধাক্কা খায়।

তখন গাড়িটি ধীরগতিতে চলতে থাকলে বিমানবন্দরের দিক থেকে আসা ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়।

ওসি মহসীন জানান, গাড়ির চালক ও যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চালক মারা যান।

তিনি আরও বলেন, এদিকে গাড়ির যাত্রী মাহফুজকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্থানান্তর করা হয়েছে।

গত সেপ্টেম্বরে এক্সপ্রেসওয়েটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার পর প্রাণহানির এটিই প্রথম ঘটনা।