প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কত?

নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৮:৪০ | আপডেট: ২ years আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কত?

আজ উদ্বোধন হচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে এটি ব্যবহার করতে যানগুলোকে গুনতে হবে টোল। ইতোমধ্যে সরকার গাড়ির আকার ভেদে টোল হার নির্ধারণ করেছে।

গত ২০ আগস্ট (রবিবার) সচিবালয়ে সম্মেলন কক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য টোলের হার ঘোষণা করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওই দিন এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেছেন, চারটি বিভাগে এক্সপ্রেসওয়ে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায় করা হবে।

প্রাইভেট কার, মাইক্রোবাস (১৬ আসনের কম) এবং মিনি-ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা, মাঝারি আকারের ট্রাক (৬ চাকা পর্যন্ত) এবং ৬ চাকার বেশি বড় ট্রাক যথাক্রমে ৩২০ টাকা এবং ৪০০ টাকা দিতে হবে।

এদিকে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট অংশে ১৬বা তার বেশি আসন বিশিষ্ট সব বাস ও মিনিবাসকে দিতে হবে ১৬০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার অংশের উদ্বোধন করবেন আজ। উদ্বোধন উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে একটি সমাবেশেরও আয়োজন করা হয়েছে।