প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকা ছাড়লেন ব্রুনাইয়ের সুলতান

নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২২ ১০:২৬:৩৮ | আপডেট: ২ years আগে
ঢাকা ছাড়লেন ব্রুনাইয়ের সুলতান

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জুদ্দিন ওয়াদ্দৌলাহ।

সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সুলতানকে বহনকারী বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতানকে বিদায়ী অভ্যর্থনা জানান।

ঢাকা ত্যাগের আগে তাকে বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শনিবার ঢাকায় আসেন সুলতান বলকিয়াহ। ওইদিন রাষ্ট্রপতি ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখানে সুলতানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।