সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত। দু’দেশের প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় নানা পদক্ষেপের অগ্রগতি নিয়ে আলোচনা হয় ‘চতুর্থ বাংলাদেশ-ভারত বার্ষিক প্রতিরক্ষা সংলাপ’ শীর্ষক এক অনুষ্ঠানে।
বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে দু’দেশের মধ্যকার সামরিক সংলাপে এ বিষয়ে আলোচনা হয়।
সংলাপে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান ও ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমারের যৌথ সভাপতিত্বে সংলাপটি অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে দেয়া ভারতের ৫০ কোটি ডলারের লাইন অব ক্রেডিট (এলওসি) ব্যবহারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
২০১৭ সালে প্রতিরক্ষা খাতে সরঞ্জাম কেনার জন্য ৫০ কোটি ডলারের ওই চুক্তিটি করে দুদেশ। সে সময় প্রতিরক্ষা খাতে একে অপরকে সহযোগিতা, দুদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলবিষয়ক শিক্ষা এবং ডিফেন্স স্টাফ কলেজপর্যায়ে সামরিক খাতে কৌশল ও পরিচালন-সংক্রান্ত শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতাবিষয়ক তিনটি সমঝোতা সই হয়।
গতকালের সংলাপে ঋণের থেকে সরঞ্জাম সংগ্রহ করা ছাড়াও দ্বিপক্ষীয় পর্যায়ে সহযোগিতা, জঙ্গিবাদ দমন, যৌথ মহড়া, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
এর আগে গত ৪ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়ানোর ক্ষেত্রসহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।