গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) জরুরি পাইপলাইন নির্মাণের কারণে ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে এক সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কান্ট্রি গ্যাস কন্ডাক্টর জিটিসিএল আগামী সপ্তাহের রোববার থেকে শনিবার পর্যন্ত কুমিল্লার বাখরাবাদ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পর্যন্ত ৬০ কিলোমিটার উচ্চ চাপের গ্যাস ট্রান্সমিশন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং (স্বয়ংক্রিয় পাইপ লাইন পরিষ্কারের পদ্ধতি) চালাবে। এ সময় ঢাকা মহানগরীর দক্ষিণাঞ্চলের জিঞ্জিরা, কেরানীগঞ্জ উপজেলা, নারায়ণগঞ্জের মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও মুন্সীগঞ্জ জেলার বেশ কিছু এলাকাসহ তিতাস এলাকায় নিম্নচাপে গ্যাস সরবরাহ বিঘ্নিত বা অব্যাহত থাকতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।