ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে মো. বাদশা (২৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।
বাদশার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোচাগরা গ্রামে। তার বাবার নাম আশরফ আলি।
কারাগার সূত্রে জানা যায়, বাদশার হাজতি নম্বর ৪৩৩৫২/২২। আজ সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে বেলা ১১টার দিকে বাদশাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান কারারক্ষী মো. নাসির ও মো. শাকিল। এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।