প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকা সিটির প্রথম মেয়র ব্যারিস্টার হাসনাত মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৩:৪৬ | আপডেট: ২ years আগে
ঢাকা সিটির প্রথম মেয়র ব্যারিস্টার হাসনাত মারা গেছেন
সংগৃহীত

ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত মারা গেছেন। বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

শুক্রবার ভোর ৫টায় লন্ডনে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল হাসনাত। মৃত্যুকালে তিনি স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রাজীব হাসনাত। তিনি জানান, লন্ডনে বার্ধক্যজনিত জটিলতার চিকিৎসা নিচ্ছিলেন বাবা।

এদিকে ২০১৯ সালে যুক্তরাজ্যে যান ব্যারিস্টার হাসনাত। করোনা সংক্রামণের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি।

ব্যারিস্টার হাসনাত পুরান ঢাকার হাজী গণি সর্দারের তৃতীয় ছেলে। গনি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন ব্যারিস্টার হাসনাত। ১৯৯০ সালে তিনি ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।