ঢাকার বাতাসের মান আজ সকালেও 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে।
শুক্রবার সকাল ৯টা ১০মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৭ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ২২তম স্থানে আছে।
ভারতের দিল্লি, পাকিস্তানের করাচি ও চীনের বেইজিং যথাক্রমে একিউআই ৬০৯, ১৯৩ ও ১৮০ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।
বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়,যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।