প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকার একিউআই স্কোর ১০৮

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২২ ১০:৫৭:৩৭ | আপডেট: ২ years আগে
ঢাকার একিউআই স্কোর ১০৮

শীত ঘনিয়ে আসায় ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৮ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ৩১তম স্থানে আছে।

বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

ভারতের দিল্লি, উজবেকিস্তানের তাসখন্দ এবং পাকিস্তানের করাচি যথাক্রমে একিউআই ২৩৭, ১৮৭ ও ১৮২ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।

২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।