ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে স্পিডবোটের মাধ্যমে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ লক্ষ্যে ইতোমধ্যে টঙ্গী নদীবন্দর হতে স্পিডবোট সার্ভিস চালু হয়েছে।
শনিবার ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
পাঁচটি স্পিডবোট দিয়ে এ সার্ভিস চালু করা হয়েছে। বেসরকারি উদ্যোগে প্রথম পর্যায়ে টঙ্গী-আব্দুল্লাহপুর-কড্ডা এবং টঙ্গী-আব্দুল্লাহপুর-উলুখুল (কালীগঞ্জ) এ দু’টি রুটে স্পিডবোট চলাচল করবে।
টঙ্গী-আব্দুল্লাহপুর-কড্ডা রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এ রুটে সময় লাগবে ২৫ মিনিট এবং টঙ্গী বা আব্দুল্লাহপুর (গাজীপুর)-উলুখুল (কালীগঞ্জ) ভাড়া ১২০ টাকা, সময় লাগবে ১৯ মিনিট।
যাত্রী চাহিদার আলোকে পর্যায়ক্রমে কড্ডা-গাবতলী এবং গাবতলী-সদরঘাট এ দু’টি নৌরুটেও স্পিডবোট চালু করা হবে।
এর আগে টঙ্গী নদীবন্দরে বিআইডব্লিউটিএ’র ইকোপার্ক উদ্বোধন করা হয়।