ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের মামলার আলামত রাখার কক্ষে (মালখানা) আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, সিজেএম আদালত ভবনের তিনতলা ভবনের তৃতীয় তলায় পুলিশ সুপারের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রথমে দুই ইউনিট এবং পরে আরও দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন লাগার পরপরই এ ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় থাকা আসামিদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।