দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
জানা যায়, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন ওয়াং ই। একইদিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথেও তার দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে।