প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২২ ১৩:৩০:০৩ | আপডেট: ২ years আগে
ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির অঙ্গনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেল ৪টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান শেখ হাসিনা। যেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন।

এদিকে গত শনিবার থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আজ শারদীয়া দূর্গোৎসবের মহানবমী।